ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে ঢিলেঢালা হরতাল, গ্রেফতার ৩৩

প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৪ মার্চ ২০১৫

রাজশাহীতে ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। সকাল থেকেই রাস্তায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি।

দুপুরে মিছিলের প্রস্তুতিকালে তিন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ সাহেব বাজার আরডিএ মার্কেটের সামনে থেকে এদের আটক করে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে সেখানে জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী সমবেত হলে পুলিশ তিনজনকে আটক করে।
এর আগে মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে ৩১ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে বিএনপি ও জামায়াতের ৭ কর্মী রয়েছেন।

দুপুরের পরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ওই সাতজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
এদিকে, হরতাল ও অবরোধে সহিংসতা এড়াতে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সর্তক অবস্থায় ছিলো। আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় চলাচল করেছে দূরপাল্লা ও আন্ত:জেলা রুটের যানবাহন। তবে স্বাভাবিক ছিল ট্রেন ও হালকা যানবাহন চলাচল।

এমএএস/পিআর