ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১৯টি গ্রামে ১৫ দিন ধরে বিদ্যুৎ নেই : এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৪ মার্চ ২০১৫

গাইবান্ধায় ১৯টি গ্রামে গত ১৫ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দুই হাজার পরিবার অন্ধকারে নিমর্জ্জিত হয়ে পড়েছে। ফলে বিক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।

বুধবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের দু’পাশে দাড়িয়ে শতশত বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, আবু তাহের, গোলাম রাব্বানী, হাবিবুর রহমান, মাহাবুবুর রহমান, শরিফুল ইসলাম, পলাশ আহম্মেদ, মর্শিদুর রহমান, আব্দুল মালেক, হামিদুর রহমান, জিন্নু মিয়া প্রমুখ।

এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, দুটি ট্রান্সফরমার বিকল হওয়ার পর নতুন ট্রান্সফরমার বাবদ বিদ্যুৎ বিতরণ বিভাগ তিন লক্ষ টাকা দাবি করে। এ বাবদ গ্রামবাসী ১ লক্ষ ৪০ হাজার টাকা পরিশোধ করা সত্ত্বেও তাদের এখনও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি।

জানা গেছে, জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরহাটে ২টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় গত ১৭ ফেব্রুয়ারি থেকে একটানা ১৫ দিন যাবত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বেতকাপা ও সাহাপাড়া ইউনিয়নের বলরামপুর, বৌলেরপাড়া, রাজনগর, হরিপুর, বেতকাপা, মুরারীপুর, মোস্তফাপুর, সাতারপাড়া, হাসনেরপাড়া, চকচকা, শিবপুর, ভাজনেরখামার, সাতানি সাদেকপুর, নয়ানী সাদেকপুর, বড় বৌলেরপাড়া, ভবানীপুর, খামার পীরগাছা, সাহাপাড়া, দুর্গাপুর ও মাঠেরহাট গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

এমএএস/আরআই