ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এখনো অতিরিক্ত ফি ফেরত পায়নি এসএসসি পরীক্ষার্থীরা

প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৪ মার্চ ২০১৫

দুই মাসেও এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ফি’র টাকা ফেরত পায়নি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়াস্থ শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের ১০৫ জন পরীক্ষার্থী।

জানা যায়, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় আশুগঞ্জ উপজেলার খোলাপাড়াস্থ শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। বোর্ড নির্ধারিত ফি উপেক্ষা করে বিদ্যালয়টি প্রতি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি হিসেবে ৩/৪ হাজার টাকা অতিরিক্ত আদায় করে। বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় করলে আদায়কৃত অর্থ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চলতি বছরের ৬ জানুয়ারি সুয়োমোটো রুল নং-২৫/২০১৪- নির্দেশনা অনুযায়ী ২০ জানুয়ারির মধ্যে ছাত্র/ছাত্রীদের মধ্যে অর্থ ফেরত দেয়ার নির্দেশনা দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের জন্য অতিরিক্ত টাকা আগামী ৩ দিনের মধ্যে ফেরত প্রদান করতে গত ১০ ফেব্রুয়ারি কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত চিঠি প্রদান করা হলেও পরীক্ষার্থীদের টাকা এখনো ফেরত দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে জানতে চাইলে ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলম ভুঁইয়ার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইন্দু ভূষণ ভৌমিক জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ফি’র টাকা ফেরত না দিয়ে থাকলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও পরীক্ষার্থীরা।

এমএএস/আরআই