ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাভারে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত ২

প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৩ মার্চ ২০১৫

সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় পুর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক ওমর ফারুকের বাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এসময় তারা বাড়িটি ভাঙচুর ও সাংবাদিক ওমর ফারুক এবং তার ভাইকে মারধর করে বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাভারে গেন্ডা বাসস্ট্যান্ডের কাছে সাংবাদিক ওমর ফারুকের নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

এব্যাপারে সাংবাদিক ওমর ফারুক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. জালাল উদ্দিন, আজাহারুল ইসলাম পিচ্ছি, ও মেহেদী হাসান টুটুল অজ্ঞাতনামা লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাকে ও আমার ভাই হারুনকে মারধর করে। পরে আমাদের চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় সাংবাদিক ওমর ফারুক সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, সন্ত্রাসী হামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

এমএএস/পিআর