ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খালেদা জিয়ার রেহাই নেই : হানিফ

প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৩ মার্চ ২০১৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, এবার খালেদা জিয়ার রক্ষা নেই। হরতাল-অবরোধের নামে মানুষ হত্যার দায়ে শিগগিরই খালেদা জিয়াকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং বিএনপি নামের শব্দটির অচিরেই অস্তিত্ব হারাবে।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত বিএনপি সরকারের আমলে তারেক রহমান হাওয়া ভবন তৈরি করে টেন্ডারবাজি, সন্ত্রাসী ও দেশে জঙ্গিবাদ তৈরি করেছিল। আর বর্তমানে বিএনপি-জামায়াত হরতাল ও অবরোধ নামে মানুষ হত্যায় মেতেই উঠেছে। খুব শিগগিরই বেগম খালেদা জিয়াকে মানুষ হত্যার দায়ে বিচারের মুখোমুখিসহ জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে হানিফ বলেন, পৃথিবীর কারোরই শক্তি নেই যুদ্ধাপরাধের বিচার বন্ধ করবে। ইনশাল্লাহ সব যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ সরকারের আমলেই শেষ হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, সুজিদ রায় চৌধুরী এমপি, আ. লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি এমপি, লক্ষ্মীপুর সদর আসনের এমপি শাহাজান কামাল, রামগতি আসনের এমপি মো. আবদুল­াহ, পৌর মেয়র আবু তাহের প্রমুখ।

এমএএস/আরআই