ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাইসাইকেলের পাইপের মধ্যে ৪ কেজি স্বর্ণ, আটক ১

প্রকাশিত: ০৮:০১ এএম, ১১ আগস্ট ২০১৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি দুইশ গ্রাম স্বর্ণসহ একজনকে আটক করেছে শুল্ক বিভাগ। এমডি জামাল উদ্দিন নামে ওই যাত্রী দুবাই থেকে বিজি-০৪৮ ফ্লাইটে সোমবার সকাল সাড়ে আটটায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান। সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

শুল্ক বিভাগের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই যাত্রীর আনা বাইসাইকেলটি তল্লাশী চালিয়ে এর পাইপের ভেতর থেকে চার কেজি ২শ গ্রাম স্বর্ণ আটক করে শুল্ক বিভাগের সদস্যরা। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।