ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে বিজিবি`র গাড়িতে ককটেল হামলা

প্রকাশিত: ০৪:১৭ এএম, ০২ মার্চ ২০১৫

নারায়ণগঞ্জে টহলরত বিজিবির গাড়ি লক্ষ্য করে দু`টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, শহরের ২ নম্বর রেলগেটে বিএনপি কার্যালয়ের সামনে রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এর পরপরই পুলিশ, বিএনপি অফিস ও এর আশপাশে তল্লাশি চালায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ বলেন, `আমরা শব্দ পাওয়ার সাথে সাথে সেখানে যাই। তাৎক্ষণিকভাবে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিষয়টি জানা যাবে।

এআরএস/এমএস