ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে বাসচাপায় নিহত ১

প্রকাশিত: ০৬:২০ এএম, ০১ মার্চ ২০১৫

নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মনসুর রহমান (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।

মনসুর রহমান নাটোর আধুনিক সদর হাসপাতালের ওয়ার্ড বয় ও বাগাতিপাড়া উপজেলার করমদর্শী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সকালে কর্মস্থলে রাতের ডিউটি শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মনসুর রহমান। পথে একডালা এলাকায় রাজশাহীগামী হিমেল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

এ সময় স্থানীয়রা মনসুরকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায় । নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএ/আরআইপি