রাজশাহীতে দুই বাসে আগুন, আটক ১
রাজশাহীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় রিংকু নামের এক বিএনপি কর্মীকে পায়ে গুলি করে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের শুরুতে রোববার সকাল সোয়া ৬টায় রাজশাহী শিরাইল বাস টার্মিনালে কাউন্টারে দাঁড়িয়ে থাকা হানিফ পরবিহনের দুটি বাসে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় পুলিশ রিংকুকে পায়ে গুলি করে আটক করে। পরে তার কাছ থেকে দুটি পেট্রলবোমা, কয়েকটি লোহার রড় ও একটি চাকু উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকাল সোয়া ৬ টায় ২৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টুর ভাতিজা রিংকুর নেতৃত্বে ১০/১২ বিএনপি নেতাকর্মী শিরোইল বাস টার্মিনাল এলাকায় যায়। এ সময় তারা কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের দুটি গাড়ির কাঁচ লোহার রড দিয়ে ভেঙ্গে তাতে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয়। গাড়ির ভেতরে থাকা হেলপারের চিৎকারে স্থানীয়রা ও পুলিশ এগিয়ে আসলে বিএনপি নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় বিএনপিকর্মী রিংকুর পায়ে গুলি করে আটক করে পুলিশ।
এএইচ/এমএস