ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৯ হাজার লিটার পেট্রলসহ একজন আটক : ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৯ হাজার লিটার চোরাই পেট্রলসহ একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর বাজারে অভিযান চালিয়ে পেট্রলসহ নাজমুল হক নামে একজনকে আটক করা হয়।

মেলান্দহ থানা পুলিশ উপজেলার শ্যামপুর বাজারের উর্মি ট্রেডার্স নামে তেলের ডিলারের দোকানে অভিযান চালায়। এসময় তেলের লড়ি থেকে ওই ডিলারের কাছে পেট্রল বিক্রির সময় ৯ হাজার লিটার চোরাই পেট্রলসহ তেলের লড়ি (ঢাকা ন-৩৮৬৭) জব্ধ করে পুলিশ।

ঘটনাস্থল থেকে চালান রশিদ বিহীন পেট্রল বিক্রির অভিযোগে চোরাই তেলের বিক্রয় প্রতিনিধি নাজমুল হককে আটক করা হয়। একই সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম চোরাই তেল ক্রয়-বিক্রয়ের অপরাধে উর্মি ট্রেডার্সের স্বত্বাধিকারী ওয়াজেদ আলীকে ৫ হাজার টাকা এবং চোরাই তেল পরিবহনের অপরাধে ড্রাইভার মোহাম্মদ আলী ও হেলপার মফিজ উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্ধকৃত পেট্রল নারায়গঞ্জ জেলার গুদনাইল এলাকা থেকে বিক্রির জন্য জামালপুরে আনা হয়েছিলো। আটক নাজমুল হকের বাড়ি নারায়নগঞ্জ জেলায়।

এমএএস/আরআই