মাগুরায় বন্দুকযুদ্ধে নিহত ১
মাগুরা সদর উপজেলার ছোট খালিমপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ টাইগার বাহিনীর প্রধান দাউদ হোসেন (৪৫) নিহত হয়েছেন। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত দাউদ সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে। মাগুরার সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দাউদ টাইগার বাহিনীর প্রধান। মাগুরা সদর ও ঝিনাইদহের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চারটি হত্যা, দুটি ডাকাতি ও দুটি চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
সহকারী পুলিশ সুপার আরও জানান, সদর উপজেলার বরইচারা গ্রাম থেকে রাতে দাউদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র-গুলির সন্ধান দিলে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায়।
এক পর্যায়ে ছোট খালিমপুর এলাকায় পৌঁছালে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দাউদ পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন।
এ ছাড়া পুলিশের এসআই মানিকসহ চারজন আহত হন। ঘটনাস্থল থেকে দেশীয় তিনটি আগ্নেয়াস্ত্র ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিএ/এমএস