ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে বাসে আগুন, দগ্ধ ২

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:৪২ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আশিয়ান পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মাঈনউদ্দীন ও শাকিল নামে বাসের দুই স্টাফ দগ্ধ হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে কে বা কারা দাঁড়িয়ে থাকা ওই বাসে আগুন দেয়। এ সময় স্থানীয়রা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

এ ছাড়া দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিএ/এমএস