ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ১৩ কর্মী আটক

প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ কর্মী-সমর্থককে আটক করেছে জয়পুরহাট জেলা পুলিশ।

বিএনপি নের্তৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে বিভিন্ন নাশকতার সাথে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। রোববার রাত ১২টা থেকে সোমবার ভোর পর্যন্ত এ আটক অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুমের দায়িত্বরত কনস্টেবল মুকুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার হরতালের সমর্থনে সকাল সাড়ে ১০টা পর্যন্ত জয়পুরহাট জেলা শহরের কোথাও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি। তবে রোববার বিকালে ১৪ দলের শান্তি সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থেকে আতঙ্ক বিরাজ করায় শহরের অধিকাংশ দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান আজ বন্ধ রয়েছে। রাস্তাঘাটেও মানুষের উপস্থিতি নেই বললেই চলে।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, যে কোন ধরণের নাশকতা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।

এআরএস/আরআই