ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় নৌবাহিনীর ১১ ডুবুরি

প্রকাশিত: ০১:০৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

পদ্মানদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্বারে কাজ করছে নৌবাহিনীর ১১ সদস্যের একটি ডুবুরি দল। রোববার সন্ধ্যায় নৌবাহিনীর সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে এ ঘটনায় ৩৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো শতাধিক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, দলটি ঢাকা সদর দফতর থেকে পাঠানো হয়। দলটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার তৌফিক। কিছুক্ষণ আগে ডুবুরি দলটি সেখানে পৌছে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

রোববার দুপুর পৌনে ১২টায় পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চটি। মাঝনদীতে একটি কার্গো লঞ্চের ধাক্কায় ঢুবে যায় এমভি মোস্তফা-৩ লঞ্চটি।  

এমএএস/পিআর