ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ০১:১৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ১৩৯টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আইয়ুব আলী (২৫) নামের এক যুবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২) সদস্যরা। শনিবার সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার নাজিরপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক আইয়ুব আলী টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মোঃ আবুল হাশিমের ছেলে।
 
বিজিবি’র টেকনাফস্থ-৪২ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক আইয়ুব আলীর বাড়ীতে তল্লাশি করে এই ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষাধিক টাকা।

আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে অভিযানকালে পালিয়ে যাওয়া আরো ৪জনসহ মোট ৫ জনকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

মামলার অন্য আসামীরা হলো- টেকনাফ নাজিরপাড়ার মোঃ সালেহ আহমেদ (৩০), মোঃ এজাহার মিয়া ছেলে মোঃ নুরুল হক (৩৫), মোঃ নুরুল ইসলাম ছেলে মোঃ আব্দুর শুক্কুর (২৫) ও মৃত শেখ আহম্মদ ছেলে নাজির আহম্মদ (৭০)।

আরএস/এমএস