ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ০৪:৫১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

কক্সবাজার শহরে প্রতিবেশীর স্ত্রীকে মারধর করতে বাধা দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আবু তাহের (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে শহরের দক্ষিণ ঘোনারপাড়ায় এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন নিহতের ছোট ভাই আবু তৈয়ব (১৫)। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

কক্সবাজার সদর থানার এসআই আশিকুর রহমান জানান, নিহত আবু তাহের এর এক প্রতিবেশী জাহেদ (৩০) তার স্ত্রীকে প্রায় সময় মারধর করতো। শুক্রবার রাতেও তার স্ত্রীকে মারধর করতে থাকে। এক পর্যায়ে তার স্ত্রী পালিয়ে প্রতিবেশী আবু তাহের এর বাসায় আশ্রয় নেয়।

অভিযুক্ত জাহেদ ওখানে গিয়ে আবারও মারধর করতে চেষ্টা করলে আবু তাহের ও তার পরিবারের সদস্যরা বাধা প্রদান করে। এ সময় আবু তাহের ও তার ছোট ভাই আবু তৈয়বকে ছুরিকাঘাত করে জাহেদ পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে আবু তাহের মারা যান। ঘটনার পরই পুলিশ ঘোনারপাড়ায় অভিযান চালিয়ে ৩ জনকে জড়িত সন্দেহে আটক করে। তবে আটকদের নাম জানা যায়নি।

বিএ/আরআই