ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ০৯:৪০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কাচুটিয়াতে সড়ক দূর্ঘটনায় সাজু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার নাটোর-ঢাকা মহাসড়কে ভটভটি উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী জানান, সকাল ১১টায় নাটোর থেকে যাত্রী নিয়ে একটি ভটভটি পাবনার ঈশ্বরদীর ফুরফুরা শরীফের ওরসে যাচ্ছিলেন। পথে কাচুটিয়া এলাকায় এসে ওই ভটভটির সামনের চাকা খুলে সড়কের পাশে উল্টে যায়। এতে ভটভটির তলে চাপা পড়ে সাজু মিয়া নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অপর তিন যাত্রী আহত হয়।

এএইচ/পিআর