ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৮:১৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের কুলচারা গ্রামের মাঠ থেকে অজ্ঞাত (২৪) এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান (বিপিএম, পিপিএম) জানান, এলাকাবাসী কুলচারা গ্রামের মাঠের একটি কলাবাগানে এক যুবকের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএ/এমএস