ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে দগ্ধ হোসেন আলীর ঢাকায় মৃত্যু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

ফেনী সদর উপজেলায় পেট্রলবোমা হামলায় গুরুতর দগ্ধ মোহাম্মদ হোসেন আলী মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

পেট্রলবোমায় হোসেন আলীর শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে রোববার রাতে সদর উপজেলার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের রামপুরা এলাকায় কাভার্ডভ্যানে পেট্রলবোমা নিক্ষেপ করে দৃর্বৃত্তরা।

এ সময় দগ্ধ হন হোসেন আলী। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সদর হাসপাতাল ও পরে ওই রাতেই ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।

বিএ/আরআইপি