টাঙ্গাইলে ট্রাকে পেট্রলবোমা, দগ্ধ ২
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাক চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টায় উপজেলার সারপৈলশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, রাতে উপজেলার সিরাজকান্দি বালুর ঘাট থেকে বালুভর্তি একটি ট্রাক টাঙ্গাইলে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে।
এতে ট্রাক চালক ও হেলপার দগ্ধ হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, দগ্ধদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএ/এমএস