ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে মিনিবাসে পেট্রলবোমা, দগ্ধ ৩

প্রকাশিত: ০২:৪০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রামের মহানগরীর টাইগারপাস এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাসে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে মিনিবাসে আগুন ধরে গেলে তিন যাত্রী দগ্ধ হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি। এর আগে রাত সাড়ে ৮টার দিকে নগরীর ইপিজেড সংলগ্ন সড়কে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নগরীর টাইগারপাস এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাসে পেট্রলবোমা নিক্ষেপ করলে এটিতে আগুন ধরে যায়। এতে মিনিবাসের তিন যাত্রী দগ্ধ হন।

দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

বিএ/এমএস