ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে আদিবাসী খুন

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহীর গোদাগাড়ীতে গনেশ টুডু (৪০) নামে আদিবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার বাউদিয়া মরাফেলা নামকস্থানে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত গনেশ টুডুর স্ত্রী মালতি মুর্মুকে আটক করেছে পুলিশ।

গোদাগাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, রাতে স্থানীয় লোকজন গনেশ টুডুর মৃতদেহ বাড়ির বারান্দায় পড়ে থাকতে দেখলে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহতের গলা, পিঠ ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের কারণে খুনের এ ঘটনা ঘটতে পারে।

ওসি আরো জানান, জিঙ্গাসাবাদের জন্য স্ত্রী মালীতকে আটক করা হয়েছে। তাকে জিঙ্গাসাবাদ করে খুনের কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএএস/পিআর