শেরপুর জেলা পুলিশের বিশেষ অ্যাপস
তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশের সেবা জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে শেরপুর জেলা পুলিশ বিশেষ অ্যাপস তৈরি করেছে।
‘শেরপুর জেলা পুলিশ’ নামের এই অ্যাপসটিতে এসপি, এডিশনাল এসপি, এএসপিসহ সকল কর্মকর্তার টেলিফোন ও মোবাইল নাম্বার রয়েছে। এছাড়াও রয়েছে জেলার সকল থানার ফোন নম্বরসহ ওইসব থানার ওসি, ডিউটি অফিসারদের মোবাইল নাম্বার, পুলিশ লাইন্স, জেলা বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ, কন্ট্রোল রুমসহ পুলিশের সকল শাখার দেড় শতাধিক মোবাইল ও টেলিফোন নাম্বার। যা দ্বারা জরুরী প্রয়োজনে এই অ্যাপসের মাধ্যমেই যেকেউ পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন।
তাছাড়া অপরাধীদের সম্পর্কে আগাম তথ্য দিয়ে আইনশৃঙ্খলা উন্নয়নে সহায়তা করতে পারবেন। অ্যাপসটি তৈরির পৃষ্ঠপোষক পুলিশ সুপার মো. মেহেদুল করিম জানান, মাত্র ৯৪৫ কিলোবাইটের এই অ্যাপসটি এন্ড্রয়েড চালিত যেকোনো স্মার্টফোনেই চলবে। শেরপুর ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা পুলিশের অ্যাপসটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। ১৭ ফেব্রুয়ারি ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন এতে সভাপতিত্ব করেন।
এমএএস/পিআর