ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে মালবাহী ট্রেন লাইনচ্যূত : ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

মালবাহী ট্রেন লাইনচ্যূত হওয়ায় মঙ্গলবার সোয়া আট ঘণ্টা খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ৯টা ২০মিনিটের দিকে যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের কাছে মালবাহি ট্রেন লাইনচ্যূত হলে এ অবস্থার সৃষ্টি হয়। পরে লাইনচ্যূত ট্রেন সরিয়ে রেললাইন মেরামতের পর বিকেল ৫টা ৩৫ মিনিটে রেল যোগাযোগ পুনঃস্থাপন করা হয়।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, সকাল ৯টা ২০ মিনিটে নওয়াপাড়া থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের ২ নম্বর লাইনে প্রবেশ করছিল। এসময় ট্রেনটির বগি লাইনচ্যূত হয়। এতে খুলনার সঙ্গে যশোরসহ সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। মালবাহী বগি সরিয়ে নেয়ার পর রেললাইন মেরামত করে বিকেল ৫টা ৩৫ মিনিটে রেল যোগাযোগ পুনঃস্থাপন করা হয়। তবে এটা কোনো নাশকতা নয় বলে নিশ্চিত করে স্টেশন মাস্টার জানিয়েছেন, ওই লাইনটি দুর্বল হয়ে পড়ায় এমন ঘটনা ঘটতে পারে।

এমএএস/পিআর