ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে যাত্রীবাহী বাসে বোমা, আহত ২

প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায় ‘আকিব পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় বোমার স্প্রিন্টারের আঘাতে বাসের সুপারভাইজার ওমর ফারুক (৩৪) ও হেলপার সুমন (২৫) আহত হয়েছেন। সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সুপারভাইজার ওমর ফারুক জানান, তারা বাস নিয়ে ঢাকা থেকে রাজশাহী আসছিলেন। পথে বিনোদপুরে অবরোধকারীরা বাসের সামনের কাঁচ লক্ষ্য করে বোমা হামলা চালায়।

এতে বাসের সামনের কাঁচ ভেঙে যায়। ওই সময় বোমার স্প্রিন্টারে হেলপার সুমন ও তিনি আহত হন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনার পর ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরে অভিযান চলছে।

বিএ/আরআইপি