ঝিনাইদহে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ১৫ গ্রামে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার রাত ১১টার দিকে হঠাৎ করে এই শিলাবৃষ্টি হয়ে ১৫টি গ্রামের প্রায় ৩শ একর জমির ফসল নষ্ট হয়েছে।
কাজীরবেড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলি জানান, হঠাৎ করেই ১১টার দিকে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টিটি ৪৫ মিনিট স্থায়ী ছিল। এতে আমার ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ৩শ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এর মধ্যে রয়েছে, মসুরি, গম, ভুট্টা ও তামাক। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সামান্তা গ্রামের কৃষক হাজী এবাদত হোসেন জানান, আমার ১০ বিঘা জমিতে মসুরি, ভুট্টা ও গম রোপণ করে ছিলাম। যা কয়েকদিনের মধ্যেই ঘরে তুলতে পারতাম। কিন্তু, রাতের শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন যা আছে তা দিয়ে চাষের খরচ উঠবে না।
ছয় ঘরিয়া গ্রামের কৃষক আলতাফ হোসেন জানান, তার ৫ বিঘা জমির ফসল রাতে শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আমার পরিবার নিয়ে এখন পথে বসতে হবে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খাতুন জানান, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা জানান, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে শুনেছি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠিয়েছি। সে ফিরে আসলে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।
এমএএস/আরআই