ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

কক্সবাজারের টেকনাফে ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিকেল ৪টার দিকে জালিয়ারদ্বীপ এলাকার নাফ নদী থেকে এসব উদ্ধার করা হয়।

টেকনাফস্থ বিজিবি-৪২ এর অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টইল প্রদানকালে একটি ট্রলারকে দমদমিয়ার দিকে প্রবেশ করতে দেখে দায়িত্বরত বিজিবির সদস্যরা থামানোর নির্দেশ দেয়। এ সময় চালক ট্রলারটি ফেলে রেখে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবতীর্তে ট্রলারটি তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।

তিনি আরো জানান, উদ্ধার করা ইয়াবা পরবর্তীতে ধ্বংস করা হবে।

এদিকে এর আগে ১১শ ৮৩টি ইয়াবাসহ এক শিশুকেও আটক করে বিজিবি সদস্যরা।

এমএএস/আরআই