ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘনায় লঞ্চ ও ট্রলার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টায় নরসিংদী সদর উপজেলার শ্রীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আম্বিয়া (৫৫) ও জিসান (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, মেঘনা নদীর পুরাতন লক্ষঘাট থেকে কাঠের ফার্নিচার ও অন্যান্য মালামালসহ একটি ট্রলার রাত সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়ীয়ার উদ্যেশে রওনা দেয়। ট্রলারটি শ্রীনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থেকে নরসিংদীগামী এম এল মানিক নামের একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা আম্বিয়া বেগম ও তার নাতী জিসান পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা ট্রলারে থাকা আরও পাঁচজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করে। নরসিংদী সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মোস্তাক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এএইচ/আরআইপি