ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় শিশু শুভ হত্যা মামলায় চার্জশিট

প্রকাশিত: ০২:২০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বালাপাড়া গ্রামের আশেক আলী মাস্টারের অপহৃত শিশু শুভ মিয়া হত্যার তিনমাস পর মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ।

জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) জিন্নাত আলী নারী ও শিশু নির্যাতন আইনে ১০ জন আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছেন। এর মধ্যে ৯ আসামি জেলহাজতে থাকলেও প্রধান আসামি রাজ্জাক সরকারি দলের প্রভাবশালী নেতা হওয়ায় আজও গ্রেফতার হয়নি।

এ মামলায় গ্রেফতারকৃতরা হলেন রিপন কুমার সাহা, কবির হোসেন, হারুন মিয়া, মোস্তাফিজার রহমান, মাজেদুল ইসলাম রবিন, সুমন মিয়া, লাবলু মিয়া, মৃণাল চন্দ্র ও মিলটন খন্দকার।

উল্লেখ্য, গত বছরের ৮ই সেপ্টেম্বর সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ বালাপাড়া থেকে শুভ মিয়াকে (৫) বাড়ির উঠান থেকে অপহরণ করে নিয়ে যায় তারই আপন চাচা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কবির মিয়া। পরে কবির মোবাইল ফোনে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করনি। চাঁদা না দেয়া হলে শিশুটি মেরে ফেলার হুমকি দেয়।

পরে শুভর বাবা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর কবিরের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ ১০ই সেপ্টেম্বর সন্ধ্যায় বালাপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জাগোনিউজকে জানান, আমরা ৯ আসামিকে গ্রেফতার করেছি। তবে প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

বিএ/পিআর