ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ১১:১৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার বিকেল সোয়া ৪টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সংলগ্ন মৌড়াইল রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে ৫ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার মহিদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেল সোয়া ৪টায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ছাড়ার দু-এক মিনিটের মধ্যেই স্টেশন সংলগ্ন মৌড়াইল রেলক্রসিং এলাকায় বিকট শব্দে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য সন্ধ্যা ৬টায় আখাউড়া লোকোসেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানান স্টেশন মাস্টার মহিদুর রহমান।

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনের কারণে মৌড়াইল রেলক্রসিংয়ের দু’পাশে যান চলচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

কমিটি গঠন
এদিকে ইঞ্জিনসহ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সহকারী স্টেশন মাস্টার মাইনুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে বরখাস্ত করে ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।

রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পূর্বাঞ্চল) কামরুল হাসান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কর্তব্যরত সহকারী মাস্টার মাইনুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সহকারী পরিবহন কর্মকর্তা মুজিবুর রহমানকে আহবায়ক করে ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

আগামী তিনদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/আরএস