ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাদিজা হত্যাচেষ্টা মামলা : আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৩ অক্টোবর ২০১৬

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলার জব্দ তালিকা আদালতে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশীদ।

রোববার আলোচিত এই মামলার একমাত্র আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলমের উপস্থিতিতে সিলেটের অতিরিক্ত মুখ্য হাকিম (আমালী-৩) উম্মে সরাবন তহুরার আদালতে জব্দ তালিকা জমা দেয়া হয়।

এ বিষয়ে শুনানি শেষে আদালত আগামী ১৫ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে ওই তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের নির্দেশ দেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আদালতে হাজিরা শেষে বদরুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। খাদিজাকে কোপানোর ওই মামলায় চার্জশিট স্বল্পতম সময়ের মধ্যে দাখিল করা হবে।

উল্লেখ, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে কলেজের পুকুর পাড়ে তাকে চাপাতি দিয়ে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। বর্তমানে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসা চলছে খাদিজার। এ ঘটনার পরই ছাত্ররা বদরুলকে ধরে করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

গত ৪ অক্টোবর খাদিজার চাচা বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় গত ৫ অক্টোবর আদালতে ১৬৪ ধারায় খাদিজাকে কোপানোর কথা স্বীকার জবানবন্দি দেন বদরুল।  

ছামির মাহমুদ/এআরএ/এবিএস