ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ৩

প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার পুলিশ সদস্য। পুলিশের দাবি- গুলিবিদ্ধরা র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্য।
 
বৃহস্পতিবার রাত ১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ-চাটখিল সড়কের ২ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আহতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমিষাপাড়া ইউনিয়নের জাফরের ছেলে মো. শাহেদ (২৪), একই এলাকার আবু তাহেরের ছেলে ইমন হোসেন (২৫) ও আবুল খায়েরের ছেলে মো. সোহেল (২৪)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।

জেলা সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ কাউসার জানান, রাতে ওই সড়কে পুলিশ টহল দিচ্ছিল। হঠাৎ পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে তিন সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। এ সময় তাদের কাছ থেকে ১টি এলজি, ১টি পাইপগান ও চারটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

এআরএস/এমএস