ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আশুলিয়ায় বিস্ফোরকসহ ২ জামায়াত নেতা আটক

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

শিল্পাঞ্চল আশুলিয়ার ইউনিক ও গাজীরচট এলাকা থেকে বিস্ফোরকসহ দুই জামায়াত নেতাকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার ইউনিক এলাকা থেকে থানা জামায়াতের সেক্রেটারি বশির আহম্মেদকে (৩২) আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গাজীরচট মধ্যপাড়া এলাকার আব্দুল বাছেদ একাডেমীতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বশির আহম্মেদের কক্ষের তালা ভেঙ্গে ১২টি ককটেল, ৬টি পেট্রল বোমা ও আনুমানিক ২ কেজি গান পাউডার উদ্ধার করা হয়।

এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রতিষ্ঠানটির আরও এক শিক্ষককে আটক করেছে ডিবি পুলিশ।

আটক বশির আহম্মেদ (৩২) শিল্পাঞ্চলের গাজীরচট এলাকার আব্দুল বাছেদ একাডেমীর অধ্যাপক ও আশুলিয়া থানা জামায়াতের সেক্রেটারি বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারের জানতে চাইলে সাভার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে আশুলিয়ার ইউনিক এলাকা থেকে জামায়াত নেতা বশিরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে বিস্ফোরকসহ আরও একজনকে আটক করা হয়। এছাড়া হরতাল-অবরোধে নাশকতার কাজে ব্যবহারের জন্য তারা এখান থেকেই বোমা ও বোমা তৈরির সরঞ্জামের জোগান দিচ্ছিল বলেও জানিয়েছে পুলিশ।

এমএএস/আরআই