ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মহিলা আওয়ামী লীগকে সিএনজি দিলেন এমপি

প্রকাশিত: ০১:১৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহীর বাগমারায় মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখাকে একটি সিএনজি দিয়েছেন স্থানীয় সাংসদ এনামুল হক। চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ সিএনজি হস্তান্তর করেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু জানান, বাগমারায় আওয়ামী লীগের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়নের কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে পুরুষদের পাশাপাশি নারী সদস্যদের ব্যাপক সাড়া পাওয়া যায়। এছাড়া গত পাঁচ বছর ধরে সাংগঠনিক কার্যক্রমে নারীরা বেশি সক্রিয়।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরিয়ম বেগম জানান, বাগমারায় তাদের সংগঠনটি পাঁচ বছর ধরে শক্তিশালী। উপজেলার দুই পৌরসভা ও ১৬ ইউনিয়নেই তাদের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। তারা নিয়মিত সাংগঠনিক ছাড়াও সামাজিক কার্যক্রম করেন বলে দাবি করেন।

এদিকে এ সংগঠনকে গত রোববার একটি সিএনজি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ এনামুল হক। ওইদিন বিকেলে আনুষ্ঠানিকভাবে সংগঠনের উপজেলার সভাপতি ও সম্পাদকের কাছে চাবি হস্তান্তর করা হয়েছে।

আওয়ামী লীগের বাগমারা উপজেলার সভাপতি সাংসদ এনামুল হক এ দাবিতে সমর্থন করে জানান, নারীদের রাজনীতিতে সম্পৃক্ত ও সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য তাদের একটি সিএনজি দেয়া হয়েছে। সিএনজির তেল খরচ ও চালকের বেতন তিনি পরিশোধ করবেন বলে জানান।

মহিলা আওয়ামী লীগের জেলার সভাপতি অ্যাডভোকেট মর্জিনা পারভীন বলেন, ‘নারী সংগঠনকে যেভাবে মূল্যায়ন করা হয়েছে তাতে আমরা খুশি। এটি একটি দৃষ্টান্ত।’

এমএএস/আরআই