ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল জনশক্তি রপ্তানি অফিসে আগ্রহীদের ভিড়

প্রকাশিত: ১২:৫০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

সৌদি আরবে জনশক্তি রপ্তানির বাজার উন্মুক্ত হওয়ার খবরে রেজিস্ট্রেশন করতে বরিশাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি অফিসে হুমরি খাচ্ছে আগ্রহীরা।

বৃহস্পতিবার বিকেলে নগরীর নথুলাবাদ সংলগ্ন বিএম কলেজ সড়কের ওই অফিসে ছিল আগ্রহী যুবকদের উপচে পরা ভিড়।

তবে জেলা অফিসটি ঘুপটির মধ্যে হওয়ায় এবং কোনো সাইনবোর্ড না থাকায় অফিস খুঁজে পেতে কিছুটা সমস্যা হচ্ছে আগ্রহীদের।

যারা অফিস খুঁজে পেয়েছেন তারা রেজিস্ট্রেশন করতে পারছেন কোনো ধরনের হয়রানি কিংবা ভোগান্তি ছাড়াই। এ ক্ষেত্রে কাউকে কোনো উৎকোচ দিতে হচ্ছেনা বলে জানিয়েছেন তারা।

তবে রেজিস্ট্রেশন করতে কি কি কাজগপত্র প্রয়োজন সেটা জানা না থাকায় একাধিকবার অফিসে আসতে হচ্ছে বলে জানিয়েছেন আগ্রহীরা।

অফিসে রেজিস্ট্রেশন ফরম পূরণের জন্য নির্দিষ্ট কোনো স্থান কিংবা চেয়ার টেবিল-বেঞ্চ না থাকায় অফিসের মেঝে-দেয়ালে আবার কারো পিঠের উপর রেখে ফরম পূরণ করতে দেখা গেছে আগ্রহীদের। গ্রামগঞ্জ থেকে আসা রেজিস্ট্রেশনে আগ্রহীদের ফরম পূরণের নিয়ম না জানা থাকায় কেউ কেউ সাহায্যও করছেন তাদের।

রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর সংশ্লিষ্টদের কোনো প্রমাণাদি না দেওয়ায় কিছুটা অনিশ্চয়তায় রয়েছেন তারা।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি অফিসের সহকারী পরিচালক কেএম শাহাবুদ্দিন আহ্মেদ জানান, ১৯৮২ সাল থেকে বিশ্বের ১৫৭টি দেশে জনশক্তি রপ্তানির চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এখন সৌদি আরবে যেতে ইচ্ছুকদের চাপ বেড়েছে ।

২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে যেতে ১০ হাজারেরও বেশী লোক রেজিস্ট্রেশন করেছে।
এই প্রক্রিয়ায় গত ৯ ফেব্রুয়ারী থেকে আজ পর্যন্ত সৌদি আরবে যেতে আগ্রহী ২ শতাধিক লোক রেজিস্ট্রেশন করেছে। কবে এই প্রক্রিয়া শেষ হবে এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর কিভাবে কবে তারা কাঙ্খিত দেশে যেতে পারবে, সে ব্যাপারে স্পস্ট কোনো ধারণা দিতে পারেননি এই কর্মকর্তা।

এমএএস/আরআই