ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পার্বতীপুরে তিন দিনব্যাপী মিনি ইজতেমা শুরু

প্রকাশিত: ০২:২৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব ইজতেমার ন্যায় ৩ দিনব্যাপী তাবলিগ জামায়াতের সাথীদের নিয়ে মিনি ইজতেমা শুরু হয়েছে।

বুধবার বাদ ফজর থেকে বয়ানের মধ্য দিয়ে ইস্তেমার কার্যক্রম শুরু হয়েছে। এই মিনি ইজতেমা ৩ দিনব্যাপী চলবে।

মিনি ইজতেমাটি পার্বতীপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণ করছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত  মুসুল্লিরা। এর তদারকি করছেন পার্বতীপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর তিন থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আগামী শনিবার জোহরের নামাজের আগে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এই মিনি ইজতেমার কার্যক্রম সমাপ্ত হবে।

উল্লেখ, মিনি ইজতেমাটি ১৯৮৯ সালে থেকে অদ্যবতি অনুষ্ঠিত হয়ে আসছে । বিশ্ব ইজতেমার ন্যায় মিনি ইজতেমায় আগত মুসল্লিরা জিকির আজগার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে।

এমএএস/আরআই