ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে বাঁধনের বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: ১০:২৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

একের রক্ত অন্যের জীবন-রক্তই হোক আত্মার বাঁধন, এই স্লোগানকে ধারণ করে বাঁধন ( স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ) রাজবাড়ী সরকারি কলেজে ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী সরকারি কলেজ  বাঁধন ইউনিটের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় কলেজ ইউনিটের সভাপতি নাজমুল আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ জেসমিন নাহার।

আরো বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক  ও বিভাগীয় প্রধান দিলীপ কুমার কর, দর্শন বিভাগের সহকাহী অধ্যাপক মো. আঃ ছালাম মণ্ডল, ইসলামী ইতিহাসের প্রভাষক বিএম রাশেদ প্রমুখ।

এসময় বার্ষিক প্রতিবেদন পেশ করেন, রাজবাড়ী সরকারি কলেজ বাঁধন ইউনিট  ২০১৪ এর কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেলুর রহমান, কোষাধ্যক্ষ রনজু আহমেদ।

এমএএস/আরআই