ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ৫ নারী ও শিশু

প্রকাশিত: ১০:২৫ এএম, ১৮ অক্টোবর ২০১৬

তিন বছর কারাভোগ শেষে ভারতে পাচার হওয়া পাঁচ নারী ও শিশুকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

সোমবার সন্ধ্যায় ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরত আসে। ফেরত আসা নারী ও শিশুরা যশোরের তাহমিনা ও শিশু পারভেজ, বাগেরহাটের রিনি, নড়াইলের সিমা ও শিশু সুমন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমিনুল হক জানান, ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নামে একটি এনজিও সংস্থা নারী ও শিশুদের গ্রহণ করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।

মহিলা আইনজীবী সমিতির যশোরের কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে তিন বছর আগে দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারতে যান তারা।

এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের উচ্চপর্যায়ে চিঠি আদান-প্রদানের পর তাদের দেশে ফেরত পাঠানো হয়।

মো. জামাল হোসেন/এএম/এমএস