ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশে চাকরি : আটক ৫

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৮ অক্টোবর ২০১৬

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশ কনস্টেবল পদে চাকরি নেয়ার চেষ্টার অভিযোগে পাবনায় ৫ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পাবনা জেলার ভাঙ্গুড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- ভাঙ্গুড়ার গোবিন্দপুর গ্রামের রবিউল করিম (২৬), জেল হক আলী (২৫), আমিরুল ইসলাম (২৭), গোপালপুর গ্রামের রহমত উল্লাহ (২৫) ও সাতবাড়িয়া গ্রামের হাফিজুর রহমান (২৭)।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২৫ সেপ্টেম্বর পুলিশ কনস্টেবল পদে লোক বাছাই করা হয় পাবনা পুলিশ লাইনে। এর মধ্যে ভাঙ্গুড়া উপজেলার ৫ যুবক ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকরির জন্য মনোনীত হন। পরে যাচাই বাছাইয়ের সময় তাদের মুক্তিযোদ্ধা সনদটি ভুয়া প্রমাণিত হওয়ায় মঙ্গলবার অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়।

এ বিষয়ে আটক ৫ জনের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে। পরে আটক ৫ যুবকের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।  

পাবনার পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে এ ঘটনার সঙ্গে যে দালালচক্র জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

পাবনা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক অরবিন্দ সরকার জানান, আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

একে জামান/এসএস/এমএস