টাঙ্গাইলে গ্যাস সরবরাহ শুরু
টাঙ্গাইলে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গ্যাস সরবরাহ শুরু হয়।
এর আগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নদীতে তিতাস গ্যাসের জাতীয় গ্রিডের গ্যাস সঞ্চালন লাইনে ফাটল দেখা দেয়। এর ফলে সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত আবাসিক ও বাণিজ্যিক সকল প্রকার গ্যাস সরবরাহ বন্ধ থাকে।
এ ব্যাপারে টাঙ্গাইলের তিতাস গ্যাসের জেনারেল ম্যানেজার মামুনুর রহমান জানান, বিকেল সাড়ে ৩টার পর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
আরিফ উর রহমান/এআরএ/আরআইপি