ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পেঁয়াজের দাম শুনেই ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০২ অক্টোবর ২০১৬

পাবনার কাশীনাথপুর হাটে পেঁয়াজ বিক্রি করতে এসে দাম কম শুনে আলহাজ আলী (৪৫) নামে এক ব্যবসায়ী মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) মারা গেছেন।

তিনি বেড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এবার ১২০০ টাকা মণ দরে সাড়ে তিনশ মণ পেঁয়াজ কিনে গুদামজাত করেন আলহাজ আলী। কেনার পর থেকেই পেঁয়াজের দাম কমতে থাকে। এক মাসে পেঁয়াজের দাম প্রতি মণে প্রায় ৮০০-৯০০ টাকায় নেমে আসে।

দুুপুরে কাশীনাথপুর হাটে একশ মণ পেঁয়াজ বিক্রি করতে আসেন আলহাজ আলী। হাটে এসে পেঁয়াজের দাম ৫০০ টাকা মণ শুনেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে কাশীনাথপুর সেবা হাসপাতালে ভর্তি করে। এরপর বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

একে জামান/এআরএ/পিআর