ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বালুমহলে অভিযান, ৪টি ড্রেজার মেশিন ধ্বংস

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহী নগরীর উপকণ্ঠ নবগঙ্গা এলাকায় অবৈধ বালুমহলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর ও রায়হান আহাম্মেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে  প্রভাবশালীরা পদ্মা নদী থেকে বালু উত্তোলন করছিল। দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সংবাদ পেয়ে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

এসময় ওই এলাকায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন ও কিছু পাইপ অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।

এমএএস/আরআইপি