গাজীপুরে ট্রেনে পেট্রল বোমায় অগ্নিদগ্ধসহ আহত ৪
গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় পেট্রল বোমার আঘাতে ২ জন ট্রেনযাত্রী দগ্ধ ও দুইজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে আউট সিগন্যালের কাছে ঢাকা থেকে জামালপুর গামী কমিউটার এক্সপ্রেসে ট্রেনে এ ঘটনা ঘটে।
দগ্ধ ও আহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের মো. হোসেন (৬০), ভালুকা উপজেলা পশু সম্পদ কার্যালয়ের এমএলএসএস মো. আফাজ উদ্দিন (৫০), গাজীপুরের শ্রীপুর পৌর শহরের ভাংনাহাটি গ্রামের চাউল ব্যবসায়ী মো. কাজিম উদ্দিন (৪৫) ও শান্তিবাগ এলাকার দিনমজুর মফিজ উদ্দিন (৬০)। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে পৌঁছার আগে শ্রীপুর ফরেস্ট অফিসের পাশের জঙ্গল থেকে চারজন তরুণ ট্রেনের ইঞ্জিনে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে। একটি বোমা বিস্ফোরিত হয়ে মো. হোসেন ও কাজিম উদ্দিন তাৎক্ষণিক অগ্নিদগ্ধ হয়। অপর দুইজন আতঙ্কে লাফিয়ে নামার সময় আহত হন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান ইমাম জানান, আহতদের মধ্যে মো. হোসেনের অবস্থা গুরুতর।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএএস/আরএস/আরআই