ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরা শহরে ডাকাতি আতঙ্ক

প্রকাশিত: ১০:৫৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

সম্প্রতি সাতক্ষীরা শহরে গণডাকাতির ঘটনায় সাধারণ জনগণের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। এ কারণে সহায় সম্বল রক্ষায় ডাকাত প্রতিরোধে লাঠিসোটা নিয়ে রাত জেগে পাহারায় নামছে এলাকাবাসী।

জানা যায়, সম্প্রতি সাতক্ষীরা শহরের কাটিয়া সরকার পাড়া, মুনজিতপুর ও রাজার বাগান এলাকার কয়েকটি বাড়িতে গণহারে ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতরা এসময় পর্যায়ক্রমে প্রায় ২০টি বাড়িতে হানা দেয়। ডাকাতরা এসব বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির কাজে বাধা দিলে ডাকাতরা অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাসহ তার স্ত্রী ও ছেলেকে কুপিয়ে জখম করে। এ কারণে শহরের এসব এলাকার মানুষের মধ্যে এখনও ডাকাত আতঙ্ক বিরাজ করছে। যে কারণে ডাকাত আতঙ্কে এখন নিজেরাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন পালাক্রমে। বাঁশি, লাঠি ও হকিষ্টিক হাতে নিয়ে তারা পালাক্রমে রাতভোর পাহারা দিচ্ছেন। পুলিশের টহলদলও তাদের খোঁজ খবর নিচ্ছেন বলে জানান পাহারায়রত এলাকাবাসীরা।

এঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে অনেকে গ্রেফতারও হয়েছে।

এমএএস/পিআর