ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১০:১৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় ১১ ঘণ্টার পর সোমবার দুপুর ৩টার দিকে রেল চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে সোমবার সকাল সাড়ে ৬টায় মীরেরসরাই উপজেলায় রেললাইনের ফিশপ্লেট খলে ফেলে দুর্বৃত্তরা। এতে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

চট্টগ্রামের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, প্রায় ১১ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়। সমস্যা সমাধানে পুরোদমে কাজ চলছে।

তিনি আরও জানান, এ ঘটনা নিয়ে চট্টগ্রামে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখান থেকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সব রকম সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএ/পিআর