ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে দুই কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

প্রকাশিত: ১০:৫৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজারে পৃথক দুই ঘটনায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ও সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ ও পাঁচজনকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৫১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ট্রাকসহ চার পাচারকারীকে আটক করে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সুবেদার মোহাম্মদ সাদেক আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উখিয়া উপজেলার সোনারপাড়া থেকে ছেড়ে আসা চিংড়ি পোনাবোঝাই ট্রাকে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির আওতাধীন মরিচ্যা চেকপোস্ট এলাকায় তল্লা­াশি চালায় বিজিবি। এ সময় চালকের সিটের নিচ থেকে ৫১ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া পাচারের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন সোনারপাড়া এলাকার ছলিম উল­াহ, খলিলুর রহমান, আহসান উল­াহ ও তরিকুল ইসলাম। সূত্র জানায়, ইয়াবাগুলো সোনারপাড়ার ছমি উদ্দিন, জালাল উদ্দিন ও নুরু উদ্দিন ইয়াবা সিন্ডিকেটের।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্ল­াহ সরকার তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, জব্দকৃত ইয়াবাসহ ট্রাকের আনুমানিক মূল্য এক কোটি ৯০ লাখ টাকা। রাতেই জব্দকৃত গাড়ি, ইয়াবাসহ আটককৃতদের রামু থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের চকরিয়ায় ২০ লাখ টাকার ইয়াবাসহ আবদুল আলীম নামে এক পাচারকারীকে আটক করে পুলিশ। হারবাং ফাঁড়ির পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাধীন বরইতলী একতা বাজারে যাত্রীবাহী একটি ম্যাজিক গাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় কাঠের আলনার বক্সে রাখা পলিথিনের ৬টি পোটলায় মোট ৬ হাজার ৭৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃত আলীম চকরিয়া পৌর এলাকার পালাকাটা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। চকয়িার হারবাং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আলমগীর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/বিএ