আঃ হাকিম ভূইয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
আঃ হাকিম ভূইয়া স্মৃতি উৎসাহমূলক মেধাবৃত্তি পরীক্ষা ২০১৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয এর ফয়সাল আহম্মেদ এবং ২য় ও ৩য় স্থান লাভ করেছে ছোটনা সরকারী প্রাঃ বিদ্যালয় এর মশিউর রহমান ও আরিফুল ইসলাম।
পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, ভিরাল্লা, ছোটনা, ধামতী (দ:), কুড়াখাল, বেগমাবাদ, তালতলা, হোসেনতলা ও ভৈষেরকোট (উ:) সরকারী প্রাথমিক বিদ্যালয় এর অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীরা মেধা তালিকায় উপরের দিকে আছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের নভেম্বরে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ৪২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ৪০৫ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করে। বৃত্তি প্রাপ্তদের রোল নং মেধাক্রম অনুসারে প্রকাশ করা হলো।
টেলেন্টপুল বৃত্তি : ১ম থেকে ১০ম
রোল নং: ২৩১২২, ২৩১২৮, ২৩১২৯, ২৩৩৩৪, ২৩২৭৬, ২৩১৮৬, ২৩১৩০, ২৩০৬৪, ২৩১৮৭, ২৩২৭৭।
সাধারণ বৃত্তি : ১১তম থেকে ৩০তম
রোল নং: ২৩২৪৪, ২৩২৬৮, ২৩১১৬, ২৩২৭১, ২৩০৮৯, ২৩০৬৩, ২৩২৮১, ২৩১০৬, ২৩০৬৯, ২৩০৬৫, ২৩২৭০, ২৩১২৬, ২৩২৮০, ২৩০৮৮, ২৩ ১১১, ২৩২৬৯, ২৩৩৩৮, ২৩১৭০, ২৩২৮০, ২৩১৮৩।
বিশেষ বিবেচনায় বৃত্তি:
রোল নং:২৩৩০২, ২৩২৪৩, ২৩১৫৩, ২৩২৩০, ২৩২৬৬, ২৩১৯৫, ২৩০১২, ২৩০৫৩, ২৩০০৪, ২৩০৭৮, ২৩৩২০, ২৩০৬৪, ২৩০৪১, ২৩২৯০, ২৩৩২৪, ২৩০৯৮, ২৩২১৪, ২৩২৮৭, ২৩০৭১, ২৩০৩৩, ২৩১৩৩, ২৩০৬০, ২৩২০৯, ২৩২৭৮, ২৩১৪১, ২৩২১৬, ২৩১২৪।
এআরএস