ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আঃ হাকিম ভূইয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৩:০৯ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

আঃ হাকিম ভূইয়া স্মৃতি উৎসাহমূলক মেধাবৃত্তি পরীক্ষা ২০১৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয এর ফয়সাল আহম্মেদ এবং ২য় ও ৩য় স্থান লাভ করেছে ছোটনা সরকারী প্রাঃ বিদ্যালয় এর মশিউর রহমান ও আরিফুল ইসলাম।

পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, ভিরাল্লা, ছোটনা, ধামতী (দ:), কুড়াখাল, বেগমাবাদ, তালতলা, হোসেনতলা ও ভৈষেরকোট (উ:) সরকারী প্রাথমিক বিদ্যালয় এর অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীরা মেধা তালিকায় উপরের দিকে আছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের নভেম্বরে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ৪২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ৪০৫ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করে। বৃত্তি প্রাপ্তদের রোল নং মেধাক্রম অনুসারে প্রকাশ করা হলো।

টেলেন্টপুল বৃত্তি : ১ম থেকে ১০ম
রোল নং: ২৩১২২, ২৩১২৮, ২৩১২৯, ২৩৩৩৪, ২৩২৭৬, ২৩১৮৬, ২৩১৩০, ২৩০৬৪, ২৩১৮৭, ২৩২৭৭।

সাধারণ বৃত্তি : ১১তম থেকে ৩০তম
রোল নং: ২৩২৪৪, ২৩২৬৮, ২৩১১৬, ২৩২৭১, ২৩০৮৯, ২৩০৬৩, ২৩২৮১, ২৩১০৬, ২৩০৬৯, ২৩০৬৫, ২৩২৭০, ২৩১২৬, ২৩২৮০, ২৩০৮৮, ২৩ ১১১, ২৩২৬৯, ২৩৩৩৮, ২৩১৭০, ২৩২৮০, ২৩১৮৩।

বিশেষ বিবেচনায় বৃত্তি:
রোল নং:২৩৩০২, ২৩২৪৩, ২৩১৫৩, ২৩২৩০, ২৩২৬৬, ২৩১৯৫, ২৩০১২, ২৩০৫৩, ২৩০০৪, ২৩০৭৮, ২৩৩২০, ২৩০৬৪, ২৩০৪১, ২৩২৯০, ২৩৩২৪, ২৩০৯৮, ২৩২১৪, ২৩২৮৭, ২৩০৭১, ২৩০৩৩, ২৩১৩৩, ২৩০৬০, ২৩২০৯, ২৩২৭৮, ২৩১৪১, ২৩২১৬, ২৩১২৪।

এআরএস