ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাস্তা দখল করে বালু ব্যবসা : অতিষ্ঠ এলাকাবাসী

প্রকাশিত: ০৫:১৫ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে চলছে বালি কেনাবেচা। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বামনগাছী (বেলেমাঠ) বাজারে পুড়পাড়া রোডে শংকরহুদা গ্রামের আলতাফ বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে বালুর ব্যবসা চালিয়ে আসছেন। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় দোকানিরা।

বেলেমাঠ বাজারের ফার্মেসির মালিক আসাদুল ইসলাম জানান, বিভিন্ন সময় এই বালু উড়ে এলাকার মানুষের চোখে মুখে লাগে। তরিকুল প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী তাকে কেউ কিছুই বলতে পারে না।

বাজারের ইকবাল, নুর হোসেন, রিপন, আলামিনসহ আরো কয়েকজন দোকানি অভিযোগ করে বলেন, হালকা বাতাসেই বালি উড়ে দোকানের ভেতরে চলে আসে এবং খাদ্যসহ বিভিন্ন দ্রব্য নষ্ট করে।

এ বিষয়ে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী রওশন ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি দেখছি।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস

আরও পড়ুন