ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বুধবার চৌদ্দগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৭ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গাড়ি পোড়ানোর হুকুমদাতা হিসেবে আসামি করায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পৌর বিএনপি।

মঙ্গলবার বিকেল ৫টায় চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম রাব্বানী নয়ন বাঙ্গালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, চৌদ্দগ্রাম থানায় গাড়ি পোড়ানোর হুকুম দেয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত অবরোধ কার্যক্রম চলবে বলেও উল্লেখ করেন।

উলে­খ্য, রোববার বেলা ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলায় হায়দারপুল এলাকায় একদল যুবক অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করে। এসময় তারা চট্টগ্রামগামী হাওলাদার কার্গো সার্ভিসের পণ্যবাহী একটি কার্ভাডভ্যানে আগুন দেয়। এঘটনায় থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় খালেদা জিয়াসহ স্থানীয় বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এমএএস