ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত তিনটার দিকে কালীগঞ্জ উপজেলার পিরোজপুর-কড়াইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে টহল পুলিশ ডিউটি করছিল। টহল গাড়িটি পিরোজপুর-কড়াইতলা স্থানে পৌঁছালে রাস্তার উপর গাছ পড়ে থাকতে দেখতে পায়। এসময় পুলিশ সেখানে দাঁড়ালে ১০-১২ জন ডাকাতদল পুলিশের গাড়ি লক্ষ্য করে ২টি বোমা বিস্ফোরণ ঘটায়।
পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এসময় বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুল আলম সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি ডাকাত বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ১টি শাটার গান, ৫টি বোমা, গাছ কাটার করাত, ৪টি রামদা ও রশি উদ্ধার করা হয়। এছাড়া এসময় পুলিশের দুই কনস্টেবল রতন ও আল-আমিন আহত হন বলেও জানিয়েছেন ওসি।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর